জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরা জেলা যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউমার্কেট এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে রবিবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
পুলিশ জানায়, সদর থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিম ফারুক শহরের পলাশপোল এলাকার মৃত আবদুস সোবহান খানের ছেলে। দীর্ঘদিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছিলেন। তখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট সদর থানা ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে নাসিম ফারুককে রবিবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।