স্পোর্টস ডেস্ক: লালা বা থুতুর মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। অন্যদিকে ক্রিকেট মাঠে বলকে উজ্জ্বল করতে সেই থুতু বা লালাই ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা।
তাই ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর হচ্ছে আইসিসি। প্রাণঘাতী এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে বল উজ্জ্বল করতে লালার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করতে পারে তারা। এর পরিবর্তে কৃত্রিম উপায়ে বল চকচকে করার ব্যবস্থাও করতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেট মাঠে সুইংয়ে বাড়তি সুবিধা পেতে বল মসৃণ করতে মুখের লালা বা থুতু ব্যবহার করেন পেসাররা। এক্ষেত্রে সতীর্থ ক্রিকেটাররাও তাদের সহায়তা করেন।
করোনা পরবর্তী সময়ে এ দৃশ্য হয়তো আর দেখা যাবে না। এর ওপর যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেজন্য এখন থেকেই সচেতনতা তৈরিতে নেমেছেন সাবেক ক্রিকেটাররা।
কৃত্রিম উপায়ে বল ঘষে চকচকে করার অভিযোগে অতীতে অসংখ্য ক্রিকেটারকে শাস্তির কবলে পড়তে হয়েছে। করোনা পরবর্তী সময়ে সেই রীতিই হয়তো বৈধ করতে চলেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নীতি-নির্ধারণী সংস্থা জানিয়েছে, লালার ব্যবহার বন্ধ করতে কীভাবে লাল বল (টেস্টে ব্যবহার) উজ্জ্বল করা যায়, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। এক্ষেত্রে বল পালিশ করতে কৃত্রিম বস্তু ব্যবহার করার অনুমতি দেয়া হতে পারে।
আইসিসি জানিয়েছে, নতুন রীতির রোডম্যাপ তৈরি হতে কিছুটা সময় লাগবে। অদূর ভবিষ্যতে বল চমকাতে ফাস্ট বোলাররা স্বীকৃত কোনো বস্তু ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তা ফিল্ড আম্পায়ারদের দেখানো এবং তাদের অনুমতি নেয়া বাধ্যতামূলক করা হবে।
প্রসঙ্গত, আগামী মাসের শেষ দিকে বা জুনের শুরুতে বল টেম্পারিংয়ের বৈধতা দিতে আলোচনায় বসবে আইসিসি ও ক্রিকেট আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।