দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার দু’টি বারে গুলিবিদ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে  ২০ জনে দাঁড়িয়েছে।

প্রতীকী ছবি

আহত আরো একজন মঙ্গলবার হাসপাতালে মারা যাওয়ায় এ ঘটনায় মোট মৃত্যু হলো ২০ জনের । স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

জোহানেসবার্গের অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে রোববার ভোরে গুলিতে ১৫ জন প্রাণ হারায়, ঔ ঘটনায় আহত আরো একজন গতকাল মারা গেলে সেখানে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়।

অপর ৪ জনের মৃত্যু হয় শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের পূবাঞ্চলীয় শহর পিটারমারিজবার্গের টাভার্ন এলাকায়। এখানে দ’ুব্যক্তি ক্রেতাদের ওপর নির্বিচারে গুলি চালালে এই ৪ জন নিহত হয়।