আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। ক’দিন আগেই কেপটাউন থেকে আবদুল করিম নামে এক বাংলাদেশিকে নিজ দোকান থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। ২৬ আগস্ট উইনবার্গ থেকে নিখোঁজ চার বাংলাদেশির আজও সন্ধান মেলেনি। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল দশটার দিকে কেপটাউন শহরের সাইমন্স টাউনে নিজ দোকানে কর্মরত অবস্থায় অস্ত্র ঠেকিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। কে বা কারা কী কারণে আবদুল করিমকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
অপহৃত আবদুল করিম শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে, দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানি অপহরণকারী চক্রের হাত থেকে বেঁচে ফিরেছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। চলতি মাসের (৬ অক্টোবর) দেশটির কেপটাউনের ক্লেমন্ট এলাকা থেকে শাহাদাত হোসেনকে অপহরণ করা হয়। তার দেশের বাড়ি নোয়াখালী জেলায়।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ব্যক্তিগত কাজে গিয়ে গাড়ি পার্ক করার সময় ওঁৎপেতে থাকা পাকিস্তানি নাগরিকের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র কৃষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে শাহাদাতকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শাহাদাত মারাত্মকভাবে আঘাত হলেও নিজেকে ছাড়িয়ে গাড়ি নিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শাহাদাতের পিছু নিয়ে কিছু দূর যাওয়ার পর শেষ পর্যন্ত অপহরণকারীরা পালিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।