আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্নকেপ প্রদেশের কেপটাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোলাইমান খান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত এবং নাঈম ইসলাম তালুকদার (২২) নামে অপর বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।
নিহত সোলাইমান খান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার ইকরকান্দি গ্রামের আয়ুব আলীর পুত্র। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে তৃতীয় এবং আহত নাঈম তালুকদার শরীয়তপুর উপজেলার ডামুড্যা উপজেলার বাসিন্দা। তিনি দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এসে বড়বোন আর বোনের স্বামীর সঙ্গে থাকতেন।
জানা যায়, রোববার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে কেপটাউনের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সোলাইমান, মো. নাঈম ও সিয়ামের গাড়িটি মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে সোলাইমান মারা যান এবং তার সঙ্গে থাকা নাঈমকে গুরুতর আহত অবস্থায় টাইগারবার্গ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাদের সঙ্গে থাকা সিয়াম মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোলাইমান কয়েক বছর থেকে কেপটাউনে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসলেও দীর্ঘদিন থেকে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।