এবারই প্রথম মাঠের বাইরে হলো অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও অ্যাথলেট প্যারেড। ফ্রান্সের প্যারিসের বিখ্যাত সিন নদীতে প্রমোদতরী, বার্জ ও ছোট ছোট নৌকার মাধ্যমে অলিম্পিকে অংশ নেওয়া দেশগুলোর অ্যাথলেটরা প্যারেডে অংশ নেন।
সেখানে এক একটা বার্জে করে যখন দলগুলোর অ্যাথলেটরা সিন নদী অতিক্রম করছিল তখন ধারাভাষ্যে তাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। দেশের নাম, কোন মহাদেশের, কতোজন অংশ নিয়েছে, প্রথম কবে অলিম্পিকে খেলেছিল, সবশেষ আসরে কয়টা পদক জিতেছিল, পদক তালিকায় কোথায় ছিল ইত্যাদি ইত্যাদি বলা হয়।
নৌ প্যারেডে যখন দক্ষিণ কোরিয়া দল বার্জে করে আসে তখন ধারাভাষ্যে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়া হিসেবে। শুধু তাই নয়, উত্তর কোরিয়া দল যখন আসে তখন তাদেরও একইভাবে (উত্তর কোরিয়া বলে) পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিষয়টিতে যারপরনাই ব্যথিত হয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তাদের ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অলিম্পিক কমিটিতে এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে বিষয়টি জানতে চেয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ভুল না হয় সেটার নিশ্চয়তা চেয়েছে।
অবশ্য এমনটি ঘটার সঙ্গে সঙ্গেই দক্ষিণ কোরিয়ান অলিম্পিক কমিটি প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটিকে জানায়। এবং অনুরোধ করে ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জাং মি-রান (২০০৮ অলিম্পিকে স্বর্ণ জয়ী) এ সময় প্যারিসেই ছিলেন। ঘটনা ঘটার পর তিনি আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাখের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসতে অনুরোধ জানান। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ঘটনার কড়া প্রতিবাদ জানাতে বলেছে।
এদিকে এমন অপ্রত্যাশিত ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে আইওসি। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কোরিয়ান ভাষায় লেখা বিবৃতিতে ক্ষমা চেয়ে লিখেছে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে ভুলভাবে দক্ষিণ কোরিয়াকে উপস্থাপন করার ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। বিষয়টির জন্য ক্ষমা চাইছি।’
এবারের অলিম্পিকে ২১টি ইভেন্টে দক্ষিণ কোরিয়ার মোট ১৪৩ জন অ্যাথলেট অংশ নিয়েছেন। অন্যদিকে ২০১৬ সালের পর আবার অলিম্পিকে অংশ নেওয়া উত্তর কোরিয়া মাত্র ১৬ জন অ্যাথলেট পাঠিয়েছে প্যারিস অলিম্পিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।