দুর্দান্ত খেললো দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে, অবশেষে গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক : আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হলো। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে আজ মুখোমুখি হয় এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া এবং লাতিন আমেরিকান ও দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ে।
দক্ষিণ কোরিয়া-উরুগুয়ে
একে অপরের জালে মুহুর্মুহু আক্রমণ সাজানোর পরও বল কারো জালের স্পর্শ পায়নি। অথচ, দুই দলই নিশ্চিত গোলের বেশকিছু সুযোগ তৈরি করেছিল।

দক্ষিণ কোরিয়ার একাদশ : (ফরমেশ: ৪-২-৩-১)

কিম সেউং-গিয়ু, কিম ইয়ং-গুন, কিম মিন-জায়ে, কিম জিন-সু, কিম মুন-হুয়ান, লি জায়ে-সুং, জুং উ-ইয়ং, হাওয়াং ইন-বেয়ম, হাওয়াং উই-জো, সন হিউং-মিন, না সাং-হো।

কোচ: পাওলো জর্জ গোমেজ বেন্তো

উরুগুয়ে একাদশ : (ফরমেশ: ৪-৩-৩)

সার্জিও রোশেত, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসেরাস, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, লুইস সুয়ারেজ, ডারুউইন নুয়েজ, ফাকুন্দো পেলিস্ত্রি।

কোচ: দিয়েগো মার্টিন আলোনসো লোপেজ

জার্মানিকে হারানোর রহস্য জানালেন জাপানের কোচ