আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সিনিয়র সংসদ সদস্য সাইয়্যেদ মোহাম্মাদ-রেজা মিরতাজেদ্দিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া তার দেশের অর্থ ফেরত না দেয়ার ঘটনায় সিউলই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইরান। খবর পার্সটুডে’র।
দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রি বাবদ ৭০০ কোটি ডলার পাওনা রয়েছে। কিন্তু সিউল ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার অজুহাতে ওই অর্থ ইরানকে পরিশোধ করছে না। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে।
এ সম্পর্কে মিরতাজেদ্দিনি বলেন, যে দক্ষিণ কোরিয়া আমেরিকার হাতের ইশারায় ওঠবস করে তার সঙ্গে আর বাণিজ্যিক লেনদেন করবে না ইরান। এমনকি সিউলের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা তাও বিবেচনা করে দেখবে তেহরান।
পারস্য উপসাগরে দুষণ সৃষ্টি করার অভিযোগে ইরানে আটক দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ সম্পর্কে ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, আইন লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার জাহাজটি আটক করা হয়েছে এবং সিউল তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জাহাজটিকে মুক্ত করা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।