আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড রেখে অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের ইসরায়েলি সিদ্ধান্ত বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। রবিবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, এই প্রত্যাহার নতুন কোনও অভিযানের ইঙ্গিত হয়ত না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কিরবি বলেছেন, প্রকাশ্য ঘোষণা থেকে আমরা যা বুঝতে পারছি তা হলো সেনাদের বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য। এই সেনাদের আসন্ন কোনও অভিযানের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে ইঙ্গিত আমরা পাইনি।
রবিবার (৭ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র বলেছেন, গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে।
ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে বিস্তারিত জানায়নি। এই প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে।
মিসর সীমান্তের কাছে রাফা শহর ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই শহরে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।