আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন, বাখমুত, ভুলেদার এবং লিমান— দনিয়েৎস্কর এই তিনটি শহরে তীব্র লড়াই চলছে। সেখানে ইউক্রেনীয় সৈন্যরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুত শহরে ইউক্রেনের সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের দল ওয়াগনার গ্রুপও বলছে যে এই শহরের কোনো কোনো অংশে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে।
রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে। শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের দখলে থাকলে রাশিয়ার পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরো সহজ হবে।
এ ছাড়াও সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের মনোবলে যে চিড় ধরেছে সেটিও পুনরায় চাঙ্গা হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, পশ্চিমা কয়েকটি দেশ যখন ইউক্রেনকে আধুনিক ট্যাংক দেওয়ার কথা ঘোষণা করেছে, তখনই রাশিয়া বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তাদের শক্তি জোরদার করেছে। যুদ্ধ করার জন্য সম্প্রতি এই শহরে রুশ সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
শনিবার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এ বছরের ৩৬৪ দিনের মধ্যে আমাকে প্রায়শই বলতে হয়েছে যে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন। এখন পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়ছে। এখন আবার সেই সময় এসেছে যখন দখলদাররা আমাদের প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য আরো বেশি করে সৈন্য প্রেরণ করছে।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুত শহরটিকে ঘিরে ফেলার উদ্দেশ্যে রুশ সৈন্যরা অল্প অল্প করে অগ্রসর হচ্ছে এবং তার ফলে ইউক্রেনীয় বাহিনী ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ ছাড়া প্রধান যে দুটো সড়ক বাখমুত শহরে গেছে সেগুলোও এখন আক্রমণের হুমকির মুখে পড়েছে।
এই এলাকার বেশিরভাগ যুদ্ধে নেতৃত্বে দিচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ।
রুশ সামরিক বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনও নিশ্চিত করেছেন যে বাখমুত শহরের উত্তরাংশের ‘প্রত্যেক রাস্তায়, প্রত্যেক বাড়িতে তীব্র লড়াই চলছে।’
ইউক্রেনীয় সৈন্যরা ওই শহর থেকে পিছু হটেছে— এই খবরের বিষয়ে তিনি বলেছেন, পরিস্থিতি ঠিক এ রকম নয়, ইউক্রেনীয় সৈন্যরা ‘শেষ শক্তি দিয়ে যুদ্ধ করছে।’
এই সম্মুখযুদ্ধের পাশাপাশি রাশিয়ার ছোড়া অনেক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে আঘাত করেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কয়েকটি বেসরকারি ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ এই রুশ হামলার খবর নিশ্চিত করেছেন।
দনিয়েৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, তাদের অঞ্চলে রকেট আক্রমণে আরো পাঁচজন আহত হয়েছে। একদিন আগে দনিয়েৎস্কে রুশ হামলায় চারজন নিহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।