জুমবাংলা ডেস্ক: করোনার কারণে দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। খবর ইউএনবি’র।
জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ জানান, করোনার প্রভাব কিছুটা কমে আসায় স্বাস্থ্যবিধি মেনে রানীভবানী রাজ প্রাসাদ তথা নাটোর রাজবাড়ী সোমবার সকাল থেকে খুলে দেয়া হয়। তবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা না পাওয়ায় উত্তরা গণভবন বন্ধ থাকবে।
করোনা সংক্রমনের কারণে চলতি বছরের ১৯ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য নাটোর রাজবাড়ি বন্ধ করে দেয়া হয়েছিল।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool