স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। আর পাকিস্তানে গিয়ে লাহোর কালান্দার্সকে নিজের সেরাটা খেলে শিরোপাও জেতাতে চান তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এমন কথাই বলেছেন তামিম।
গেল মার্চে বন্ধ হয়ে যাওয়া পিএসএল আগামী ১৪ নভেম্বর থেকে আবার মাঠে গড়াচ্ছে। প্লে অফ দিয়ে শুরু হওয়া পিএসএলে অজি ওপেনার ক্রিস লিনের জায়গায় লাহোরে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম।
করোনার কারণে ক্রিকেটে দীর্ঘ বিরতি গেছে তামিমদের। ঘরের মাঠে আয়োজিত ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে নিজের সেরাটা দিতে পারেনিন। এবার বড় প্রতিযোগিতা মূলক আসরে অংশ নিয়ে ভালো খেলতে চান তামিম।
নিজের সেই ইচ্ছার কথা জানিয়ে তামিম বলেছেন, এইচবিএল পিএসএলে ফিরতে তর সইছে না। লাহোর কালান্দার্স অসাধারণ খেলে এই পর্যায়ে এসেছে। তাদেরকে আমি ভালো খেলে শিরোপা জেতাতে চাই।
প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের ম্যাচ। তামিমের দল লাহোর অবশ্য এলিমেনেটর খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।