জুমবাংলা ডেস্ক : জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা নাই। তাই দলীয় স্বার্থেই ভারতকে সব কিছু দিয়ে দেশে ফিরে এসেছে, আওয়ামী লীগ সরকার।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
Advertisement
এদিকে, প্রেসক্লাবে এক আলোচনা সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আগামী নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রকে জনগণের নিয়ন্ত্রণে আনতে হবে। দাবি করেন, তাদের ডাকে সাড়া দিচ্ছে জনগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


