স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সীমিত ওভারের দলে নিয়মিত মুখ স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে ব্যাটিং অর্ডারে নিচে নামার কারণে দলে থেকে ভালো পারফর্ম করেও রান করার পর্যাপ্ত সুযোগ পাননা বলে দাবি করেন তিনি।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ইমাদ বলেন, আমি যতটা সুযোগ পাওয়া দরকার ততোটা পাই না। ওয়ানডে ক্রিকেটে আমার পারফরম্যান্স বেশ ভালো বলে আমি মনে করি। ওয়ানডে ক্রিকেটে আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। কিন্তু আমি নিজেকে আরও মেলে ধরতে চাই। আমি ব্যাট হাতে দেশের ক্রিকেটকে আরও বেশি কিছু দিতে চাই।
তিনি আরও বলেন, অলরাউন্ডার হিসাবে আমার আমার বিশ্ব ক্রিকেটে সুনাম রয়েছে, তবে টি-টোয়েন্টিতে আমি আর কোথাও এমন সুযোগ পাইনি। আমি ব্যাটিংয়ে কঠোর পরিশ্রম করছি। আমি আমার দেশের পক্ষে এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে রান করতে সত্যিই ক্ষুধার্ত।
প্রসঙ্গত, ২০১৫ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ইমাদ ওয়াসিম। ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৫৩টি ওয়ানডে এবং ৪৬টি টি-টোয়েন্টি তিনি। ৫৩ ওয়ানডেতে ৪১.৩৯ গড়ে ইমাদের সংগ্রহ ৯৫২ রান। আর ৪৬ টি-টোয়েন্টিতে ১৩.০০ গড়ে ২৭৩ রান করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।