দল থেকে দূষিত রক্ত বের করে দেয়া হচ্ছে: কাদের

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে দল থেকে দূষিত রক্ত বের করে দেয়া হচ্ছে। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চলছে। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা আওয়ামী লীগের দূষিত রক্ত। দল থেকে এ দূষিত রক্ত বের করে দেয়া হচ্ছে।’

সাভারে সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল থেকে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন এ অভিযান অব্যাহত থাকবে।

‘আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের যায়গা নেই,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘দাগী চাঁদাবাজদের দলে জায়গা নেই। সব অনুপ্রবেশকারী খারাপ নয়। আবার সব খারাপই অনুপ্রবেশকারী নয়। সকল দুর্নীতিবাজ ও খারাপদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে আছে। তারা শেষ পর্যন্ত দলে টিকতে পারবে না। আদর্শের অবস্থান থেকে আমরা এক চুলও নড়বো না।’

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আন্দোল সংগ্রামে ব্যর্থ হয়ে ঘরে বসে গেছে। তারা এখন শুধু আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া আর কিছুই করতে পারছে না।

‘আওয়ামী লীগ থেকে কোনো নেতা বের হয়ে যাচ্ছে না। বিএনপি থেকে বড় বড় নেতা দিশেহারা হয়ে দল ত্যাগ করছেন,’ দাবি করেন কাদের।

ত্রিবার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হন।

সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি প্রমুখ।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *