বিনোদন ডেস্ক : অসুস্থতার কারণে জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। তাই অমিতাভের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারত সরকার। রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হাতে নিয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা হয়েছে, তখন আমার মনে হলো আমার অবসর নেয়ার সময় হয়ে গেছে কিনা। এখনও আমার কিছু কাজ বাকি আছে যেগুলো আমাকে শেষ করতে হবে।’
অমিতাভের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়ার সময় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।
ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে ১৯৬৯ থেকে চালু হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার। প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। সত্তরের দশক থেকে আজ পর্যন্ত সিনেমায় অবদানের জন্য এবছর সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে। টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।