আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে দাবানলের আগুন নেভানোর সময় অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি গ্রিসের ইভিয়া দ্বীপের ক্যারিস্টোস শহরে বিধ্বস্ত হয়। ওই শহরটিতে দাবানলের আগুন জ্বলছে। আগুন নেভানোর সময় বিমান বিধ্বস্ত হয়ে গ্রিক বিমান বাহিনীর দুই পাইলট মারা যান। নিহত দুই পাইলট হলেন- সিডিআর ক্রিস্টোস মৌলাস এবং তার কো-পাইলট পেরিক্লেস স্টেফানিডিস।
গ্রিক টিভিতে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি আগুন নেভানোর চেষ্টায় নিচু হয়ে উড়ে যাচ্ছিল। এসময় একটি গাছের সঙ্গে বিমানটির পাখার সংঘর্ষ হওয়ার পর একপর্যায়ে সেটি বিধ্বস্ত হয়।
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেন, পাইলটরা নাগরিকদের জীবন ও সম্পত্তির পাশাপাশি আমাদের দেশের পরিবেশ রক্ষা করার চেষ্টা করার সময় প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় গ্রিক সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।