লাইফস্টাইল ডেস্ক : বিয়ের পর সুখী দাম্পত্য জীবন সবাই চায়। কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না। সুখী দাম্পত্য জীবন পেতে গেলে কতগুলো শর্ত মেনে চলতে হবে। তাহলেই জীবন হয়ে ওঠবে আনন্দময়। জেনে নিন দাম্পত্যে সুখী থাকার উপায়গুলো কী কী।

রাগ নিয়ন্ত্রণে রাখুন
জানেন তো, রেগে গেলেন তো হেরে গেলেন। জীবনে পথ চলতে মাথা গরম তো সবারই কমবেশি হয়। কিন্তু তা বলে এক মুখ রাগ নিয়ে বিছানায় গেলে কখনোই দাম্পত্যে আর সুখের দেখা পাওয়া লাগবে না। তাই বিছানায় যাওয়ার আগেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।
একে অপরকে চিনুন
বিয়ের আগে একে অপরকে চেনাটা খুবই জরুরি। মতানৈক্য হতেই পারে। দুজন আলাদা মানুষ, তাদের আলাদা চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তার জেরে যদি বাড়িতে কাক আর চিল বসতে না পারে তাহলে কিছুই করার নেই। তাই এক অপরের কথা শুনুন এবং পরে মাথা ঠাণ্ডা হলে অপরকে বুঝিয়ে বলুন, দেখবেন ঝামেলা মিটে যাবে।
ক্ষমা করতে শিখুন
ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। তবে সেই ভুলটাকে ধরে বসে থাকবেন না। মাথা ঠাণ্ডা করে স্বামী অথবা স্ত্রীকে ভুলটা ধরিয়ে দিন। তারপর তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার পর এই ভুল নিয়ে আর কখনোই কোনো কথা বলবেন না। ভুলের কথা সম্পূর্ণভাবে ভুলে যান।
চুপ করে থাকতে শিখুন
চুপ করে থাকা একটা বড় কাজ। বিবাহিত জীবনে মাঝে মধ্যে চুপ করে থাকলে অনেক সমস্যার সমাধান অল্পতেই হয়ে যায়। তাই একজন বেশি কথা বললে নিজে একটু চুপ করেই দেখুন না কি হয়।
সব সময় আনন্দে থাকুন
নিজের মা-বাবাকে এত দিন রাগ দেখিয়েছেন বলেই যে বউ অথবা স্বামীর ওপরেও রাগ দেখাবেন, এটা ঠিক নয়। ঝগড়া করার পর মিটিয়ে নিয়ে, বেশিরভাগ সময়ই মুখে একটা প্লাস্টিক হাসি লাগিয়ে রাখুন, দেখবেন দাম্পত্য জীবনের চাকা গড়গড়িয়ে ঘুরবে।
ছেলেরা বউয়ের নিয়ম মেনে চলুন
বিয়ের আগে মায়ের বারণ শোনেননি বলে যে বিয়ের পরে বউয়ের বারণকেও চোখ রাঙাবেন তা চলবে না। চেষ্টা করবেন বাড়িতে বউয়ের বারণ শুনে চলতে। ধরুন আপনার স্ত্রী ঘর গুছিয়ে রাখার বাতিক আছে। কিন্তু আপনি ঘর গোছানো থাকলে কোনো জিনিস ঠিকঠাক খুঁজে পান না। কিন্তু কি আর করবেন তার মতে কয়েকটা দিন চলেই দেখুন না। আস্তে আস্তে স্বভাব পরিবর্তন হয়ে যাবে আপনারও।
অফিসের কাজ বাড়িতে নয়
অফিসের কাজ বাড়িতে করতে যাবেন না। অফিসের যাবতীয় চিন্তা ভাবনা অফিসের মধ্যেই ফেলে আসবেন। তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসে নিজের কাছের মানুষদের ওপর প্রতিদিন ওই রাগ দেখালে আর দাম্পত্য জীবন টিঁকবে না।
সব সময় বন্ধুত্ব রাখুন
বিয়ে করেই টিপিক্যাল স্বামী-স্ত্রীতে পরিণত হয়ে যাবেন না। দেখবেন দুজনের মধ্যে যেন বন্ধুত্ব থাকে। বন্ধুত্ব থাকলেই আর কোনো অসুবিধা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।