আন্তর্জাতিক ডেস্ক : চীনের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিওর সব মডেলের গাড়ির দাম কমিয়েছে। এখন থেকে নতুন ক্রেতাদের বিনামূল্যে ব্যাটারি পরিবর্তনের সুবিধা দেবে না প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে নিওর ব্যাপক আর্থিক লোকসান হয়েছে। পাশাপাশি তাদের বিক্রিও কমেছে। এসব কারণে চাপে আছে চীনের এ প্রতিষ্ঠান। এজন্য এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়। খবর রয়টার্স।
সব মডেলের গাড়ির ক্ষেত্রে ৩০ হাজার ইউয়ান বা ৪ হাজার ২০০ ডলার দাম কমিয়েছে নিও। এর মধ্যে ইএস৬ ও ইএস৮ স্পোর্টস ইউটিলিটি ভেহিকলসও (এসইউভি) অন্তর্ভুক্ত। ১২ জুন থেকে নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে। কোম্পানির এক বিবৃতি অনুসারে, নিওর গাড়িগুলোর দামে ৬-৯ শতাংশ ছাড় দেয়ার মাধ্যমে এ মূল্যহ্রাস করা হবে। গতকাল থেকে নতুন গাড়ির ক্রেতাদের আর বিনামূল্যে ব্যাটারি পরিবর্তনের সুবিধা দিচ্ছে না নিও।
গাড়ির দাম কমানো ও ব্যাটারি পরিবর্তনের ক্ষেত্রে নতুন নীতি প্রসঙ্গে নিওর প্রধান নির্বাহী উইলিয়াম লি গতকাল কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বিষয়গুলো অভ্যন্তরীণভাবে দীর্ঘ সময় আলোচনা করা হয়েছে। কয়েকজন গ্রাহক থেকে আমরা উপদেশ ও পরামর্শ নিয়েছি। আমাদের সিদ্ধান্ত জানানোর এখনই উপযুক্ত সময়। কিন্তু আমরা সবাইকে খুশি করতে পারিনি।’
গ্রাহকের প্রতি মাসে অন্তত চারবার ব্যাটারি পরিবর্তনের সুবিধা দিত নিও। এ ধরনের সুবিধা প্রদানকারী হাতেগোনা কয়েকটি ইভি নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম ছিল নিও। যদিও ইভির বাজারে প্রধান প্রতিযোগী টেসলা আগেই ব্যাটারি পরিবর্তনের সুবিধা বন্ধ করে দিয়েছিল।
অথচ ফেব্রুয়ারিতে নিও বলেছিল, এটি ব্যাটারি পরিবর্তনের সুবিধা আরো বাড়াবে। চলতি বছরের মধ্যে নতুন এক হাজার ব্যাটারি পরিবর্তন স্টেশন তৈরির পরিকল্পনা ছিল তাদের। সে হিসাবে চলতি বছরের শেষে সব মিলিয়ে প্রতিষ্ঠানটির এ ধরনের স্টেশনের সংখ্যা দাঁড়াবে ২ হাজার ৩০০। এরই মধ্যে এ খাতে বহু বিনিয়োগও করে ফেলেছে প্রতিষ্ঠানটি। তাই হঠাৎ ব্যাটারি পরিবর্তনের সুবিধা বন্ধ করার ঘোষণায় বিনিয়োগকারীদের প্রশ্নের মুখে পড়েছে নিও। তারা জানতে চেয়েছেন কীভাবে প্রতিষ্ঠানটি লাভ বের করে আনবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে নিওর মোট লোকসান ৪৭০ কোটি ইউয়ানে পৌঁছেছে। গত বছর একই প্রান্তিকে এ লোকসানের পরিমাণ ছিল ১৮০ কোটি ইউয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।