চালের বাজারে অস্থিরতা থেকে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দরিদ্র মানুষের কষ্ট হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের যথেষ্ট সমালোচনা হচ্ছে সব জায়গায়। তারপর সামনে রমজান মাস আসছে।
বাজার যেন স্থিতিশীল থাকে সে বিষয়টিকে মাথায় রেখে বিদেশ থেকে চাল আমদানি বাড়িয়েছে বাংলাদেশ সরকার। মিয়ানমার থেকে এবং ভারত থেকে যথেষ্ট পরিমাণ চাল এনে গুদাম করে মজুদ করতে চায় বাংলাদেশ সরকার।
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে 23 হাজার মেট্রিক টন চাল আমদানির বিষয়ে তথ্য দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। পাশাপাশি আরেক প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ৭৫০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
শুধু তাই নয় এ দুটি জাহাজ চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছে গেছে। খাদ্য মন্ত্রণালয় নিজেই এ বিষয়ে আপডেট দিয়েছে। জাহাজ থেকে এসব চাল যেন দ্রুত খালাস করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে খাদ্য মন্ত্রণালয়।
আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ‘জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি যথাক্রমে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে।’
এখানেই শেষ নয়, ভারত এবং মিয়ানমার থেকে আরো অধিক পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। প্রথম ক্ষেত্রে ৮৫০০ এবং দ্বিতীয় ক্ষেত্রে ১০ হাজারের মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আকাঙ্খা অনুযায়ী এ দুটি জাহাজ আজ শনিবার এবং কাল রবিবার মংলা বন্দরে পৌঁছে যাবে এবং মাল খালাস করা শুরু হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।