জুমবাংলা ডেস্ক : দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমে লিখিত আকারে এই বক্তব্য পাঠান।
লিখিত ওই বক্তব্যে মন্ত্রণালয় বলেছে, ‘১১ এপ্রিল ২০১৬ সাল পর্যন্ত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা দেওয়া হচ্ছে’ বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া ওই সংবাদে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে, ৩৭.০০.০০০০.০৭৮.৩১.০০১.১৯.৩৪ নম্বর স্মারকে ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের অনুকূলে বৈধ ২৯টি ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সনদের বৈধতা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মূল সনদ ইস্যু কার্যক্রম পরিচালনা পর্ষদের তিনজনের তালিকা পাঠাতে অনুরোধ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।