জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকার দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের সকল দায়িত্বশীল ব্যক্তিকে সংযতভাবে কথা বলার আহ্বানও জানান তিনি।
শুক্রবার (২৬ জুলাই) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
Advertisement
ওবায়দুল কাদের বলেন, ‘গুজব তৈরি করে সরকারের স্থিতিশীলতা নষ্টের কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন অস্থিরতা তৈরি হলেও কোনকিছুই শেখ হাসিনার জনপ্রিয়তা নষ্ট করতে পারেনি।’
এ সময় দলের পক্ষ থেকে সকল ইউনিটকে ডেঙ্গু সচেতনতামূলক সভা সমাবেশ করে মানুষকে সচেতন করতে বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


