জুুমবাংলা ডেস্ক: আনন্দই হোক আগামী দিনের কর্মের প্রত্যয়-এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করেছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি।
একটানা কাজের অবসাদ থেকে মুক্তি পেতে ৩ জুন (শুক্রবার) এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল। একটি আনন্দময় ভ্রমণ শুধু যে মনকে চাঙা করে এমন নয়, শরীরের ওপরও বেশ প্রভাব ফেলে। নতুন উদ্যোমে কাজ করতে উৎসাহ যোগায়।
রাজধানী ঢাকা থেকে শুরু হওয়া এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)। গন্তব্য বার্ড হলেও তা আর বার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অফিসার্স সমিতির সদস্যরা একইদিনে পরিদর্শন করেছেন শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ধর্ম সাগর, খাদি পল্লী এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন মাতৃ ভান্ডার।
ম্যাজিক প্যারাডাইস পার্কে আনন্দে মাতেন সমিতির প্রত্যেক সদস্য। এখানকার ওয়াটার পার্কে পানির ঢেউয়ের তালে-তালে নেচে, জলকেলি করে পুরো দুপুরটা উপভোগ করেন তারা।
শুক্রবার সকালে সমিতির সদস্যরা কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীতে প্রবেশ করলে সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান সিনিয়র সায়েন্টিস্ট ও কুমিল্লা বিনার ইনচার্জ ড. মোহাম্মদ আশেকুর রহমান।
এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ ও বিশিষ্ট সংগঠক ড. মোঃ মহসীন আলী মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইকরাম বিশ্বাস, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ কায়েস খান এবং মোঃ আহসান হাবিব।
আমন্ত্রিত অতিথি হিসেবে এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা ও বিএসএফআইসি কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোঃ খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিএসএফআইসি কেন্দীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সম্মানিত সভাপতি কৃষিবিদ মোঃ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল হক।
এছাড়া, করপোরেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক(তড়িৎ কৌশল) মোঃ ফারুক হোসেন এবং উপব্যবস্থাপক (সমন্বয়) মোঃ নুরুল করিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।