জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেলেও কাঁদা ছোঁড়াছুড়ি এখনো চলছে। নির্বাচনের পরে সদ্য সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ভোট কারচুপি, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ আনেন একই পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
ফলে গতকাল এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধির অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড। বৈঠকে উপস্থিত থাকার কথা জায়েদ খান ও চুন্নুকে বোর্ডের পক্ষ থেকে জানানো হলেও যোগ দেননি তারা। তবে বৈঠক ঘিরে সকাল থেকেই এফডিসি পাড়া ছিল সরগরম। সকাল থেকেই বাদপড়া ভোটাররা এফডিসিতে এসে জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এছাড়া বিকাল ৫টার দিকে শিল্পী সমিতিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আপিল বোর্ডের চেয়ারম্যান, সদস্য, সদ্য বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণসহ অন্যান্যরা এসে দেখেন সমিতিটির অফিসে তালা! পরে পরিচালক সমিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ, চুন্নুর বক্তব্য তারা নিতে না পারলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পায় বোর্ড।
ফলে বৈঠক শেষে সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড। এছাড়া চুন্নুর পরিবর্তে নাদের খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচন কমিশন ঘোষিত অন্য সব পদের ফলাফল অপরিবর্তিত থাকবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।