আন্তর্জাতিক ডেস্ক : বয়স ৬০ বছর, পেশায় দিনমজুর। পরনে লুঙ্গি আর শার্ট। নিজের এলাকায় এভাবেই পরিচিত ভারতের কেরালা রাজ্যে কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন তিনি।
পেশায় একজন দিনমজুর মাম্মিক্কা সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। তবে সেই চিরচেনা লুঙ্গি-শার্ট নয়, ফটোশুটে মাম্মিক্কা একটি পরেছিলেন স্যুট। তার হাতে ছিল আইপ্যাড। স্যুটেড-বুটেড হয়ে মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলে নেটদুনিয়ায়।
দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেন। মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে তার ওই ছবির দারুণ মিল থাকায় ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য একের পর এক ফটোশুটের প্রস্তাব আসতে থাকে ।
সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।
মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। যেখানে তার সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।
নিজের এই জনপ্রিয়তার ব্যাপারে মাম্মিক্কা বলেন, তিনি তার সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।