জুমবাংলা ডেস্ক: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দিনাজপুর জেলা পুলিশের কনস্টেবল এনামুল হক (৪৩)। এ নিয়ে পুলিশের ২১ সদস্য করেনায় প্রাণ দিলেন। এরমধ্যে বুধবারই দু’জনের মৃত্যু হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, স্থানীয় পুলিশ প্রশাসন সার্বক্ষণিক এনামুল হকের শারীরিক অবস্থার খোঁজ রাখছিল। বুধবার তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর রেঞ্জের ডিআইজি ও দিনাজপুরের পুলিশ সুপারের উদ্যোগে তাকে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের চান্দুরা এলাকায় পৌঁছলে মৃত্যুবরণ করেন এনামুল। তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে।
এদিকে করোনায় পুলিশের দুই গর্বিত সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি এক শোকবাণীতে বলেন, দেশে করোনা প্রতিরোধের প্রথম দিন থেকেই পুলিশের বীর সদস্যরা সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিদর্শক আবদুল আজিজ ও কনস্টেবল এনামুল হকসহ ২১ পুলিশ সদস্য জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। এ আত্মত্যাগের জন্য তারা পুলিশ সদস্যদের কাছে আদর্শ ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন।
আইজিপি তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।