জুমবাংলা ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষন রায় লিটন।
গতকাল (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় স্বেচ্ছাসেবক লীগ ও দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শ্রী গোপেশ চন্দ্র রায়ের সুযোগ্য সন্তান বরদা ভূষন রায় লিটন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র আইসিটি বিষয়ক সম্পাদক ছাড়াও বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা’র সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ছাত্রজীবন থেকে রাজপথে ছিলাম। দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে দিনাজপুরের কাহারোল ও বীরগঞ্জ উপজেলার মানুষের জীবনমান উন্নয়ন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়ন কর্মাকাণ্ড আরও ত্বরান্বিত করতে কাজ করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।