Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home দিবালার গোলে জুভেন্টাসের জয়
    খেলাধুলা ফুটবল

    দিবালার গোলে জুভেন্টাসের জয়

    জুমবাংলা নিউজ ডেস্কJanuary 17, 20223 Mins Read

    স্পোর্টস ডেস্ক: সিরি-এ লিগে শনিবার চুক্তি নবায়ন নিয়ে হতাশায় থাকা পাওলো দিবালার গোলে উদিনেসকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস। আরেক ম্যাচে তলানির দল সালেরনিটানাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ল্যাজিও। এই ম্যাচে জোড়া গোল করেছেন লিগের এ পর্যন্ত শীর্ষ গোলদাতা সিরো ইমোবিল।

    Advertisement

    তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে ১৯ মিনিটে মোয়েস কেনের এসিস্টে দিবালা দুর্দান্ত ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। কিন্তু গোল করার পর কোন ধরনের উচ্ছাস তার মধ্যে লক্ষ্য করা যায়নি। স্ট্যান্ডে উপস্থিতি জুভেন্টাসের কর্তাব্যক্তিদের কাছে এর মাধ্যমে অন্তত একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে গেছে- চুক্তি নবায়নের বিষয়ে দেরী হওয়াতে এই মুহূর্তে মোটেই সন্তুষ্ট হতে পারছে না আর্জেন্টাইন তারকা। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের কাছেও ইঙ্গিতের সুরেই কথা বলেছেন দিবালা, ‘আমি জানি না এই মুহূর্তে এখানে আমার কোন বন্ধু আছে কিনা। কোন সমর্থকও আমার ওপর আর আস্থা রাখছে কিনা সেটাও আমি জানি না।’

    আর্জেন্টনিার ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের সাথে চলতি মৌসুমের পরেই জুভেন্টাসের বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোর আগে থেকেই দিবালা চুক্তি নবায়নের অপেক্ষায় ছিলেন। ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে বার্ষিক বেতন আট মিলিয়ন ইউরো বাড়িয়ে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে দিবালা। এর সাথে আরো দুই মিলিয়ন ইউরো বোনাস হিসেবে থাকবে।

    গাজেটা ডেলো স্পোর্ট জানিয়েছে দিবালা এই প্রস্তাব অনেকটাই মেনে নিয়েছে তুরিনের জায়ান্টরা। কিন্তু তারপরেও প্রতিনিয়ত একটি ধোঁয়াশার মধ্যে থাকায় এই মুহূর্তে বেশ হতাশ হয়ে পড়েছেন দিবালা। এ প্রসঙ্গে দিবালা বলেন, ‘অনেক কিছুই এখানে হচ্ছে। কিন্তু আমি এখন সেগুলো বলতে চাচ্ছিনা।’

    ম্যাচ শেষের ১১ মিনিট আগে ওয়েস্টন ম্যাককিনি জুভেন্টাসের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস।

    কোভিডের কারনে উদিনেসে কাল মূল দলের ৯ জন খেলোয়াড় খেলতে পারেননি। যে কারনে অনেকটাই খর্ব শক্তির জুভেন্টানের বিপক্ষে তারা খুব একটা প্রতিরোধ গড়ে তুলকে পারেনি। ডিফেন্সে দুই কান্ডারি গিওর্গিও চিয়েলিনি ও লিওনার্দো বনুচ্চিকে ছাড়া জুভেন্টাসের রক্ষনভাগ অনেকটাই দূর্বল ছিল। এই পরাজয়ে রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট উপরে থাকা উদিনেস সাম্পদোরিয়ার সাথে সমান ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে। শনিবার দিনের শুরুতে সাম্পদোরিয়া তোরিনোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল।

    সালেরনিটানার বিপক্ষে ইতালিয়ান অভিজ্ঞ ফরোয়ার্ড ইমোবিলের জোড়া গোলে ১০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ল্যাজিও। এনিয়ে লিগে ইমোবিলের গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। ফিওরেন্টিনার উদীয়মান তারকা ডুসান ভøাহোভিচের থেকে যা এক গোল বেশী।

    ল্যাজিওর হয়ে ক্যারিয়ারে ১৪০টি লিগ গোল করেছেন ইমোবিলে। ২০১৬ সালে ল্যাজিওতে যোগ দেবার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৩১ বছর বয়সী এই ইতালিয়ানকে। যদিও জাতীয় দলে তার পারফরমেন্স নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে। আজ্জুরিদের হয়ে আক্রমনভাগে তিনি কোনভাবেই নিজেকে মেলে ধরতে পারেননি। ৫৪ ম্যাচে ইতালির জার্সি গায়ে মাত্র ১৫ গোল করা ইমোবিলে বলেছেন, ‘আমি ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এবং আমার পরিসংখ্যানই সব কথা বলে দেয়। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বললো তা নিয়ে আমি কোন কথা বলতে চাইনা। ইউরোতে আমি দুই গোল করেছি। সিরি-এ লিগে ল্যাজিওর হয়ে ১৪০ গোল করেছি। ইউরোপীয়ান গোল্ডেন শ্যু জয় করেছি, এসবই আমার অর্জন। এর থেকে বেশী কিছু আমার বলার নেই।’

    ৬৬ মিনিটে ল্যাজিওর হয়ে তৃতীয় গোলটি করেছেন ম্যানুয়েল লাজ্জারি। এই জয়ে ল্যাজিও সিরি-এ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। চতুর্থ স্থানে থাকা আটালান্টার থেকে তারা ৬ পয়েন্ট পিছিয়ে আছে।

    এই ম্যাচ শুরুর ঠিক আগে এবারের লিগে নবাগত সালেরনিটানায় তিনটি নতুন কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। গত দুই দশকে প্রথমবারের মত সিরি-এ লিগে খেলার যোগ্যতা অর্জণ করা ক্লাবটি ২০ ম্যাচে ১৫তম পরাজয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। ১৭তম স্থানে থাকা ভেনেজিয়ার থেকে তারা ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    জুভেন্টাস দিবালা
    Related Posts
    বাংলাদেশ

    আজ মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়ান কাপে বাংলাদেশ

    July 2, 2025

    ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির

    July 2, 2025
    গলফার সিদ্দিকুর

    ছক্কা মারা শেখাতে গলফার সিদ্দিকুরের শরণাপন্ন বিসিবি

    July 2, 2025
    সর্বশেষ খবর
    পটল

    পটলের বীজ খেয়ে ফেললে যা ঘটবে আপনার শরীরে

    ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ রিয়া, ১১ মাস পর পুলিশের মামলা

    ওয়েব সিরিজ

    উত্তেজনাপূর্ণ গল্পে ভরপুর নতুন ওয়েব সিরিজ আসছে ডিজিমুভিপ্লেক্স-এ!

    এলপি গ্যাসের দাম

    এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা

    এমন কী জিনিস যেটা করলে বাচ্চারা বেরিয়ে আসে? জানলে অবাক হবেন

    চাকরির ইন্টারভিউতে মনের প্রস্তুতি

    চাকরির ইন্টারভিউতে মনের প্রস্তুতি: আপনি প্রস্তুত?

    কারিনা কাপুর

    স্কুলে থাকতে ১৪ বছরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা কাপুর!

    ডলারের দরপতনে রেকর্ড

    ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে খারাপ অবস্থা

    Phone Hack

    ছোট এই কাজটিতেই বেঁচে যাবেন হ্যাকার থেকে

    Boddo

    উত্তরসূরি নিয়ে দালাই লামার শপথ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.