গুরুর সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নোরা ফাতেহি

নোরা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। বেশ কিছুদিন ধরে পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। এদিকে নতুন বছরেই তাদের প্রেমের গুঞ্জন উসকে দিলেন নোরা। গুরুর সঙ্গে তার ‘ড্যান্স মেরি রানি’ গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

নোরা

এর প্রচারের অংশ হিসেবে ‘দ্য কপিল শর্মা শো’-এ হাজির হয়েছিলেন তারা। এই সময় গুরুর গালে চুমু খেয়ে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন নোরা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি প্রোমো প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, শুরু রান্ধওয়ার নাচ নিয়ে কটাক্ষ করেন নোরা। পরবর্তী সময়ে গায়ক গুরু এটি নিয়ে আপত্তি জানালে তার কাছে গিয়ে গালে চুমু খান ‘দিলবার’ গানখ্যাত এই নৃত্যশিল্পী।

ভিডিও প্রকাশের পর থেকেই এটি নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন— ধীরে ধীরে গুরু ও নোরার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। খুব শিগগির তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে অনবেন বলেও ধারণা করছেন কেউ কেউ।

যা ভালো লাগবে আমি তাই করবো : মম

এদিকে ক”রো”না”ভা”ই”রা”সে আক্রান্ত হয়েছেন নোরা ফাতেহি। তার শারীরিক অবস্থাও ভালো না। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেছেন, ‘আমি ভালো নেই। এই মুহূর্তে কোভিডের সঙ্গে যুদ্ধ করছি। ক”রো”না আমাকে কাবু করে দিয়েছে। চিকিৎসকরা দেখছেন, বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হচ্ছে। ক”রো”না খুব দ্রুত ছড়াচ্ছে। ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন। আমার ওপর এর প্রভাব মারাত্মক। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’