Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home দিল্লির দাঙ্গা নিয়ে সংসদের ভিতরেই হাতাহাতি
আন্তর্জাতিক ওপার বাংলা

দিল্লির দাঙ্গা নিয়ে সংসদের ভিতরেই হাতাহাতি

Shamim RezaMarch 2, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর-‌পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা বিবাদে জড়িয়ে পড়লেন৷ বিবাদ গড়ালো হাতাহাতি পর্যন্ত৷ শাসক ও বিরোধী সদস্যদের এই আচরণে ব্যথিত স্পিকার ওম বিড়লা৷ খবর ডয়চে ভেলের।

‘‘‌দাঙ্গাবাজ মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ’’ শ্লোগানে কেঁপে উঠলো ভারতের সংসদ৷ লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই বিরোধীদের সম্মিলিত বিক্ষোভে নাজেহাল হতে হলো সরকার পক্ষকে৷ উত্তেজনা গড়ালো দুই পক্ষের হাতাহাতি পর্যন্ত৷ তুমুল শোরগোলের জেরে অধিবেশন স্থগিত করতে বাধ্য হলেন স্পিকার৷ ভারতের সংসদে হইচই বা শোরগোল নতুন কিছু নয়৷ কিন্তু সংসদ কক্ষে সরকার ও বিরোধী পক্ষের সাংসদদের ধাক্কাধাক্কি, হাতাহাতির ঘটনা নজিরবিহীন৷ ঘটনার পর দু পক্ষকে ডেকে পাঠিয়ে সংসেদ মর্যাদা অক্ষুণ্ণ রাখার পরামর্শ দিয়েছেন স্পিকার৷ যাকে নিয়ে এত কাণ্ড, সেই অমিত শাহ অবশ্য লোকসভায় আসেননি৷

The HM took an oath to abide by the constitution & work for the people of India. Instead, we've seen a complete breakdown of law & order and social harmony. HM must take responsibility & resign. #इस्तीफा_दो_AmitShah pic.twitter.com/tMr152tJbH

— Congress (@INCIndia) March 2, 2020

অধিবেশন শুরু হওয়া মাত্র লোকসভায় শ্লোগান দিচ্ছিলেন বিরোধী দলগুলির সাংসদরা৷ প্রথমে একবার সভা মুলতুবি করেন স্পিকার৷ পরে সভার কাজ আবার শুরু হতেই আবার শুরু৷ এরই মধ্যে শোরগোল উপেক্ষা করে জরুরি কিছু সরকারি নথি পেশ করা হয় সংসদে৷ তারপর ‘‌ডাইরেক্ট ট্যাক্স-‌ বিবাদ সে বিশ্বাস ‌২০২০’ নামক প্রস্তাবিত আইন নিয়ে ভাষণ দিতে ওঠেন ভারতীয় জনতা পার্টির সাংসদ সঞ্জয় জয়সওয়াল৷ বিল নিয়ে আলোচনা হলেও ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের নাম নিয়ে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ তুলছিলেন৷ (‌নাম উল্লেখ না করে) টেনে আনছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র‌-‌র প্রসঙ্গ৷ তখন বিরোধীদের প্রতিবাদ চলছে৷ বক্তব্যের একেবারে শেষ অংশে বিজেপি সাংসদ বলেন, ‘‘‌কংগ্রেসিদের তথাকথিত মা সোনিয়া গান্ধী এসপার নয় ওসপার-‌এর কথা বলেছেন৷ তিনি সহিংসতা ছড়িয়েছেন৷ তার মন্তব্যের পর সহিংসতা ছড়িয়েছে৷’’ ঠিক এই সময় কংগ্রেসের গৌরব গগৈ‌সহ কয়েকজন সাংসদ ব্যানার ও পোস্টার নিয়ে জয়সওয়ালের পাশে গিয়ে দাঁড়ান৷ বিজেপি সাংসদের আশেপাশে তখন জড়ো হয়েছেন আরো কয়েকজন৷ তাঁরা পোস্টার, ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন৷ বিজেপি‌র এক সাংসদ রমেশ বিধুরি অতি সক্রিয় হয়ে কংগ্রেস সাংসদদের ধাক্কা দিতে শুরু করেন৷ ওদিকে ব্যানার হাতে ওয়েলে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেসের রামাইয়া হরিদাস৷ তাঁর হাত থেকে টেনে হিঁচড়ে ব্যানার কেড়ে নিতে দেখা যায় এক বিজেপি সাংসদকে৷ রমাইয়াও ততোধিক জোরে তা আবার ছিনিয়ে নেন৷ মাঝে এসে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ তিনি উভয়কে বোঝানোর চেষ্টা করছিলেন৷ এরপর আরেক বিজেপি সাংসদ জসকৌর মিনা রমাইয়াকে ধাক্কা দিয়ে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন৷ আবার রুখে দাঁড়ান রমাইয়া৷ এতসবের মধ্যেই ভীষণ উত্তেজিত ভঙ্গিতে বিরোধীদের দিকে তেড়ে যেতে দেখা যায় সত্তরোর্ধ কেন্দ্রীয় মন্ত্রী অশ্মিনী চৌবেকে৷ এর ফাঁকে সভা মুলতুবি করেন স্পিকার৷ কিন্তু কংগ্রেস ও বিজেপি সাংসদরা পরস্পরের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়েন৷ পরে রামাইয়া বিজেপি সাংসদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন৷ লিখিত অভিযোগ জানান স্পিকারকে৷ তাঁর অভিযোগ, দলিত (‌অনগ্রসর)‌ মহিলা বলেই এমন করা হয়েছে৷ পাল্টা অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ মিনা৷

https://twitter.com/Intekha27301821

সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন৷ অনুমান মতোই দিল্লির সহিংসতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিরোধী কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আরজেডি, ওয়াইএসআর (‌কংগ্রেস)‌-‌সহ সবকটি রাজনৈতিক দলের সাংসদরা৷ ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন চলে৷ বিক্ষোভরত কংগ্রেস সাংসদদের হাতে ছিল ‘‌শাহ মাস্ট কুইট’ লেখা বড় দুটি ব্যানার, যা নজিরবিহীন৷ প্রায় সবাই পোস্টার হাতে নিয়েছিলেন৷ তাতে লেখা, ‘‌স্টপ হেট স্পিচ’, ‘‌সেভ আওয়ার কান্ট্রি’ ইত্যাদি৷ মুখে শ্লোগান, ‘‌প্রধানমন্ত্রী জবাব দো, গৃহমন্ত্রী ইস্তফা দো’৷ এই বিক্ষোভের জেরে বারবার মুলতুবি করতে হয়েছে সভার কাজ৷ সবমিলিয়ে উত্তাল ছিল সংসদের দুই কক্ষ৷

#BREAKING Trinamool MPs staged a dharna near Gandhi statue #Parliament today from 10.30 on the first day of the second half of the #BudgetSession #DelhiMayhem pic.twitter.com/gUEU32wj2j

— AITC in Parliament (@AITC_Parliament) March 2, 2020

অন্যদিকে অধিবেশন শুরু আগে দিল্লিতে হিংসার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব চেয়ে সংসদ ভবন চত্বরে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে পৃথকভাবে ধর্ণায় বসেন কংগ্রেস, আম আদমি পার্টি ও তৃণমূল সাংসদরা৷ তৃণমূল সাংসদরা মুখে কালো কাপড় বেঁধে রেখেছিলেন৷ রাজ্যসভার ভেতরেও মুখে কালো কাপড় বেঁধে রেখেছিলেন তারা৷ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী, অধীর চৌধুরি, শশী থারুররা অংশ নিয়েছিলেন৷ সবার দাবি, ‘‘‌পদত্যাগ করুন অমিত শাহ৷’’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ওপার দাঙ্গা দিল্লির নিয়ে, বাংলা ভিতরেই সংসদের হাতাহাতি
Related Posts
কাবা শরিফ

কাবা শরিফে চাঞ্চল্যকর ঘটনা, মসজিদের ৩ তলা থেকে লাফ দিলেন এক ব্যক্তি

December 26, 2025
শিলিগুড়ি

বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ শিলিগুড়িতে

December 26, 2025
বাংলাদেশের অবস্থান ৬১ তম

বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের উল্লম্ফন: নেচার ইনডেক্সে ৬১তম অবস্থান

December 26, 2025
Latest News
কাবা শরিফ

কাবা শরিফে চাঞ্চল্যকর ঘটনা, মসজিদের ৩ তলা থেকে লাফ দিলেন এক ব্যক্তি

শিলিগুড়ি

বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ শিলিগুড়িতে

বাংলাদেশের অবস্থান ৬১ তম

বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের উল্লম্ফন: নেচার ইনডেক্সে ৬১তম অবস্থান

তেল রপ্তানি ঠেকাতে

ভেনেজুয়েলার তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

রাশিয়া

১ বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে রাশিয়া

শক্তিশালী মিসাইল

বঙ্গোপসাগরে শক্তিশালী মিসাইল পরীক্ষা করল ভারত

অভিবাসী- ট্রাম্প

অভিবাসীদের বড় সুখবর দিলেন ট্রাম্প

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আসফুরা

যুবক

ভারতে বাংলাদেশি সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর

বাংলাদেশ প্রসঙ্গে বিরোধীদের কঠোর সমালোচনা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.