বিনোদন ডেস্ক : বাংলা সিনে উৎসবে দেখানো হবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘বিজয়া’। এ বছরের শুরুতেই মুক্তি পায় জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। দারুণ সাড়া পায় চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে। ইতোমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। প্রশংসাও পেয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিল্লির ১২তম বাংলা সিনে উৎসবে দেখানো হবে ‘বিজয়া’।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বিসর্জন’-এর সিক্যুয়েল হিসাবে ‘বিজয়া’ তৈরি করেন কৌশিক। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘বিসর্জন’। সে ছবি শেষ হয়েছিল বহু প্রশ্নকে জিইয়ে রেখে। তারই জবাব দিয়েছে ‘বিজয়া’।
শুক্রবার থেকে দিল্লির মুক্তধারা অডিটোরিয়ামে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে দেখানো হচ্ছে ১১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, সাতটি শর্ট ফিল্ম। তিনদিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শেষ হবে রবিবার, ১৫ সেপ্টেম্বর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।