জুমবাংলা ডেস্ক: রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকে প্রয়োজনে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।
৭ জানুয়ারি দুপুরে দিহান ওই ছাত্রীকে মৃত অবস্থায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে আনে। তখন কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। খবর পেয়ে তরুণটির তিন বন্ধু হাসপাতালে গেলে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। কলাবাগান থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।
আনুশকার মা গণমাধ্যমকে জানান, ঘটনার সময় দিহানের বাসায় উপস্থিত ছিল তার তিন বন্ধু। হাসপাতালে দিহান আনুশকার মাকে এই কথা বলে। এই তথ্যের ভিত্তিতে ফারদিন ও তার তিন বন্ধুকে মামলার আসামি করতে চান।