বিনোদন ডেস্ক : ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে গত ১৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মডেল ও অভিনেত্রী দিয়া মির্জা। লাল বেনারসির সঙ্গে ট্রাডিশনাল গহনায় সেজেছিলেন তিনি। বিয়ের ছবি প্রকাশ হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
বিয়ের পর এবার বৈভবকে নিয়ে মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী সুনয়না। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে বৈভবের সাবেক এ স্ত্রী বলেন, ‘আমি সুনয়না রেখি। নামটি নিশ্চয় শুনে থাকবেন। কারণ, এই মুহূর্তে খবরে আমার নাম উঠে আসছে। আমার সাবেক স্বামীর সঙ্গে দিয়া মির্জার বিয়ে হয়েছে। অনেকেই আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন, আমি ঠিক আছি কিনা এবং সামাইরা ঠিক আছে কিনা? যারা আমার কথা ভেবেছেন প্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই।’