অদ্ভুত যত পোশাকের কারণে পরিচিতি পাওয়া উরফি জাভেদকে চেনেন অনেকেই। উদ্ভট সাজে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। অবশ্য নিন্দুকেরা তাকে নিয়ে নিন্দায় মেতে উঠলেও তার ছবি এড়িয়ে যেতে পারেননা।
সম্প্রতি একটি ছবিশিকারিদের সামনে অদ্ভুত সাজে ধরা দিতেই হাজির হন বলিউডের নামজাদা এক পার্টিতে। কারণ, এখন ফ্যাশন জগতে ভালোই গুরুত্ব পান এই মডেল। সেখান থেকে এক সাক্ষাৎকারে উরফি জানান, তার পছন্দের অভিনেতা রণবীর সিং।
উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সামাজিক একাউন্ট একদিনের জন্য হ্যাক করতে চান তিনি। উত্তরে উরফি নাম নেন রণবীর সিং এর। এই মডেল বলেন, ‘আমি রণবীরকে পছন্দ করি।’
রণবীরের একরত্তিকে দেখার আগ্রহও প্রকাশ করেন উরফি। বলেন, ‘এখনও রণবীর তার মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। তাই ওর মুখটা দেখতে চাই।’
তবে এর পেছনে নাকি একটি বিশেষ কারণও রয়েছে। সেটি হল, দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর ছবি তুলতে চান উরফি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এই সব বুদ্ধি ভালই আছে।’
গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান। সন্তানের এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনে এই তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনে এই তারকা দম্পতি।
এদিকে রণবীরকে উরফির ভাললাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি উরফিকে ‘ফ্যাশন আইকন’-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.