বিনোদন ডেস্ক: আবার কাছাকাছি আসছেন রণবীর কাপুর, দীপিকা পাডুকোন। হলই বা পেশার তাগিদে, তবু আসছেন তো! জুলাইয়ের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ডান্স রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে সিজন ৯’। সালমান খানের প্রোডাকসন হাউসের ব্যানারে এই শো। তাই প্রথম এপিসোডেই এই শোয়ে দর্শকদের মন-বন্দি করতে চাইছেন প্রযোজক। শোনা যাচ্ছে, তাই প্রথম দিন মঞ্চে থাকতে পারেন দীপিকা পাডুকোন। সঙ্গে রণবীর কাপুরকেও রাখার চেষ্টা চলছে।
সূত্রের খবর, প্রথমে রণবীর সিংয়ের প্রিমিয়ার এপিসোডে থাকার কথা থাকলেও পরে তা কোনও কারণে বাতিল হয়ে যায়। সেখানেই আমন্ত্রণ জানানো হয় ঋষিপুত্রকে। কানাঘুষো সেখানে নাকি আসতে রাজিও হয়েছেন দীপিকার প্রাক্তন প্রেমিক। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দীপিকা পুরোপুরি রণবীরের থেকে দূরে সরে যান।
নতুন করে ঘুরে দাঁড়ান তিনি। এরপর রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম, বিয়ে। এখন রীতিমত গিন্নি তিনি। ওদিকে ক্যাটরিনার সঙ্গে প্রেম টেকেনি রণবীর কাপুরের। নতুন করে বেশ কয়েকজনের সঙ্গে নাম জড়ায় তাঁর। সেসব কাটিয়ে এখন আলিয়া ভাটের সঙ্গে বেশ ‘বন্ধুত্ব’ জমিয়েছেন। দীপিকা আর তাঁর মাঝখানে যে অভিমানের বরফের পাহাড় ছিল তাও এখন গলেছে। তাই ফের হয়তো টুকটাক ক্যামেরার সামনে দেখা যেতে পারে তাঁদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।