Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সময় পর লকডাউন উঠে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। করোনাভাইরাসে সংক্রমণ কমানোর লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাস থেকে সেখানে লকডাউন শুরু হয়।
দীর্ঘ সময় পর সেখানকার লকডাউন প্রত্যাহার করা হচ্ছে আগামী বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, এ সপ্তাহের বৃহস্পতিবার লকডাউনে উঠিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিয়েছেন। সেখানকার ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।
প্রিমিয়ার বলেন, বৃহস্পতিবার ১১টা ৫৯ মিনিট থেকে কোনও লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন।
তথ্যসূত্র: রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



