দীর্ঘ ১৮ বছরের সংসার ভাঙল তামিল সুপারস্টার ধানুশের

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিচ্ছেদের খবর এখনও চর্চায়! তারমধ্যেই দক্ষিণ ভারত থেকে আরও এক বিয়ে ভাঙার খবর।

রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেতা ধানুশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে

দক্ষিণী অভিনেতা টুইটারে লিখেন, ১৮ বছর ধরে বন্ধু, দম্পতি, অভিভাবক ও পরস্পরের শুভাকাঙ্ক্ষী হিসেবে থেকেছি আমরা। বোঝাপড়া, এগিয়ে চলা এবং মানিয়ে নেওয়ার যাত্রাপথ পার করেছি। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে দুজনের পথ আলাদা হয়ে গেছে।

অভিনেতা আরো লেখেন, ঐশ্বরিয়া ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আলাদা থেকে সময় নিয়ে নিজেদের চিনতে চাই আমাদের সিদ্ধান্তকে সম্মান দিন। ব্যক্তিগত পরিসরেই ব্যাপারটা নিয়ে ভাবতে চাই।


ঐশ্বরিয়া রজনীকান্তও তার ইনস্টাগ্রামে বিবৃতি শেয়ার করেছেন। তিনি যোগ করেন, আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা। সবই ঈশ্বরের কৃপা।

সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালে বিয়ে করেন ধানুশ। যাত্রা ও লিঙ্গা নামে তাদের দুই সন্তানও রয়েছে।যারা যথাক্রমে ২০০৬ এবং ২০১০ সালে জন্মগ্রহণ করেছিল।

ইদানিং ধানুশ-ঐশ্বরিয়ার সম্পর্কের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে খবর শোনা যাচ্ছিলো। জল্পনা ছড়িয়েছিল, তারা নাকি আলাদা হওয়ার পথে। সংবাদমাধ্যমের প্রশ্নও এড়িয়ে যেতে দেখা গিয়েছে দম্পতিকে। শেষ পর্যন্ত বিচ্ছেদই ঘোষণা করলেন তারা।

ভালোবাসলে বেঁধে রাখতে নেই, শ্রাবন্তীকে কটাক্ষ ভক্তের

ধানুশ ঐশ্বরিয়ার পরিচালনায় প্রথম সিনেমা ‘৩’ এ কাজ করেছিলেন। সিনেমাটির ‘কোলাভেরি…’ গানটি দারুণ সাড়া ফেলেছিল।