আন্তর্জাতিক ডেস্ক: ২০ বছর পর হজযাত্রীরা মদিনা মুনাওয়ারায় তাজা খেজুর পাবেন এবং তা খেতেও পারবেন। একইসাথে এ সময়ে খেজুর বেশ কম দামে পাওয়া যাবে।
বৃহস্পতিবার সৌদি মিডিয়ার বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, এবার এটা সম্ভব হওয়ার কারণ হলো- ২০ বছর পর প্রথমবারের মতো খেজুরের ফসল ও হজ মৌসুম একসাথে হচ্ছে।
মদিনা মুনাওয়ারায় জুন মাসে তাজা খেজুর গাছ থেকে নামানো হয়। এ কারণে বাজারে প্রতিদিন তাজা খেজুর পাওয়া যায়।
বর্তমানে মদিনায় রোতানা, আজওহা, লুনা ও রাবিয়া ছাড়াও কয়েক ধরনের খেজুর রয়েছে।
ব্যবসায়ীরা জানান, রোতানা খেজুরটি সবচেয়ে বেশি বিক্রি হয়।
সূত্র : ডেইলি জং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।