জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের প্রোপ্রাইটার চান্দু মোল্লা।
বুধবার (২৯ মার্চ) ভোরে দৌলতদিয়া ঘাটের ৭ নং ফেরি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে বলে তিনি জানান।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আজ ভোরে ১ কেজি ৯০০ গ্রাম ও শুধু ৯০০ গ্রাম ওজনের দুটি পদ্মার ইলিশ ধরা পড়ে স্থানীয় এক জেলের জালে। আমি মাছটি দৌলতদিয়ার রওশন আড়তদারের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রামেরটা ৩ হাজার ২০০ টাকা কেজি এবং ৯০০ গ্রাম ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নিয়ে আসি।
মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গাতে যোগাযোগ করা হচ্ছে। একশো টাকা লাভে ৩ হাজার ৩০০ টাকা ও ছোটটা ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।