জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি এসএমই প্রতিষ্ঠান দেশী ফার্মার ও টেকনো প্লাস্টিক সলিউশনের জন্য এক কোটি টাকা করে অনুদান পাচ্ছে। ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার এবং ইওয়াইয়ের নেতৃত্বাধীন ইমপ্যাক্ট এক্সেলেরেটর ‘ট্রান্সফর্ম’ প্রতিষ্ঠান দুটির জন্য এই অনুদানের ঘোষণা করেছে। ৫০টিরও বেশি আবেদনকারীর মধ্যে জলবায়ু সহনশীলতা বাড়াতে সমাধান দিয়েছে নির্বাচিত এই প্রতিষ্ঠানগুলো।
দেশী ফার্মার একটি এগ্রি-টেক প্ল্যাটফরম, যা ক্ষুদ্র কৃষকদের বাজারে প্রবেশে সহায়তা এবং খাদ্য অপচয় কমানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
এই প্ল্যাটফরমটি এন্ড-টু-এন্ড সমাধানের মাধ্যমে কৃষকদের সরাসরি ভোক্তাদের সঙ্গে সংযুক্ত করে। এই উদ্যোগটি কৃষকদের আয় বৃদ্ধি করে এবং ভোক্তাদের জন্য নিরাপদ এবং সন্ধানযোগ্য খাদ্য সরবরাহ নিশ্চিত করে। দেশী ফার্মার ট্রান্সফর্মের সঙ্গে প্রথম বছরে তিন হাজার কৃষক এবং ২০ হাজার ভোক্তাকে উপকৃত করার লক্ষ্যে কাজ করছে।
টেকনো প্লাস্টিক সলিউশন সমুদ্রের প্লাস্টিক দূষণ মোকাবেলার জন্য উপকূলীয় অঞ্চলের মানুষদের প্রশিক্ষণ ও প্লাস্টিক সংগ্রহের পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করে।
ট্রান্সফর্মের সহায়তায় এই প্রতিষ্ঠান কুয়াকাটায় একটি পাইলট প্রগ্রাম চালু করবে। এতে বিশেষ লক্ষ্য থাকবে ফেলে দেওয়া মাছ ধরার জাল এবং পিইটি বোতলগুলো সংগ্রহ করা। এ প্রকল্পের মাধ্যমে মাসে ১০০ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার লক্ষ্য রয়েছে।
২০২৩-এর অক্টোবর মাসে বাংলাদেশ ক্লাইমেট চ্যালেঞ্জ শীর্ষক একটি উদ্যোগ হাতে নেওয়া হয়।
এর লক্ষ্য ছিল জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা এবং সহায়তা প্রদান করা। অনুদান তহবিলের পাশাপাশি ট্রান্সফর্ম ব্যাবসায়িক অন্তর্দৃষ্টি, বাস্তব অভিজ্ঞতা, রিসোর্স ও নেটওয়ার্কগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এসব দূরদর্শী প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.