নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। নতু আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনই চিকিৎসক।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ইতিমধ্যে ১১ জন রোগী করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। বর্তমানে ৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।