in

দুই দালানের ৮ ইঞ্চি ফাঁকায় নগ্ন নারী, নাকাল উদ্ধারদল (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : কর্মব্যস্ত ক্যালিফোর্নিয়ার একটি অটো বডি শপের শ্রমিকরা মঙ্গলবার বিকেলে এক নারীর চিৎকারের শব্দ শুনতে পান। আওয়াজের উৎস খুঁজতে শ্রমিকরা বেশ কঠিন সময় পার করেন বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। পরে ঠিক দুপুর ২টার দিকে তারা পুলিশকে সাহায্যের জন্য ডাকে। চারপাশে খুঁজে দেখতে পুলিশ কর্মকর্তারা ছাদে ওঠেন। ছাদ থেকে তারা অটো শপ এবং অন্য একটি বিল্ডিংয়ের মধ্যের ৮ ইঞ্চি ফাঁকার ভেতর একজন নগ্ন নারীকে দেখতে পান।

টিম গাড়ি মেরামত ও স্মোগ শপের মালিক ম্যাক্স বেনেট জানান, ওই ফাঁকাটি বিড়াল বা একটি কুকুরের পড়ে যাওয়ার জন্য যথেষ্ট বড়, তবে কোনোমতেই মানুষ পড়ে যাওয়া সম্ভব নয়।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি টুইটারে জানায়, ফায়ার ফাইটাররা অবশেষে ওই নারীকে উদ্ধারের জন্য দেয়াল কাটতে বাধ্য হয়। দেয়ালে গর্ত কেটে তাকে বের করেন তারা। ৮ ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল কেটে উদ্ধার অভিযানে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে কেএবিসি জানিয়েছে।

স্টেশন থেকে জানা গেছে, গুরুতর আহত ওই মহিলাকে হাসপাতালে নেওয়া হয়নি। তিনি ফায়ার ক্রুদের সঙ্গে কথা বলার সময় কীভাবে ভবন দুটির মধ্যে আটকা পড়েছিলেন তা প্রকাশ করেননি। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ক্যাপ্টেন থান্ট এনগুইন বলেন, ‘এখনও আমাদের সকলের কাছে এটি একটি রহস্য।’
সূত্র : ডেইলি মিরর