জুমবাংলা ডেস্ক : প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য সফটওয়্যারে এন্ট্রির জন্য বারবার তাগাদা দেওয়ার পরও সময়মতো তা পাওয়া যায়নি। তাই নতুন করে ফের প্রশিক্ষণ পাওয়া সব শিক্ষকের তথ্য ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে চাওয়া হয়েছে। সেইসঙ্গে আগামী ২৮ জানুয়ারির মধ্যে তথ্য এন্ট্রি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।