দুই বছরের মধ্যে সর্বোচ্চ ৫.০২% কলমানি রেট

জুমবাংলা ডেস্ক : ব্যাংকে তারল্য সংকটের প্রভাবে আন্তঃব্যাংক কলমানি রেট দুই বছরের মধ্যে সর্বোচ্চ ৫.০২ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত দুই বছরে ধার করা অর্থে এত উচ্চ সুদ দেয়নি ব্যাংকগুলো। এর আগে, ২০২০ সালের ১৬ জুন ৫.০৩ শতাংশ সুদে অর্থ ধার করেছিল তারা।

ব্যাংকিং খাতের অভ্যন্তরীণরা জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাকার চাহিদা বাড়ছে। টাকার যোগান বাড়ানো সম্ভব না হলে তখন সংকট আরো তীব্র হতে পারে।

দেশের চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত ২৯ মে বাংলাদেশ ব্যাংক নীতিনির্ধারণী সুদ হার বা রেপো রেট ৪.৭৫% থেকে বাড়িয়ে ৫% করে। ফলে ব্যাংকগুলোকে ট্রেজারি বিল ও বন্ড জমা রাখার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদে ধার নিতে আগের তুলনায় ০.২৫% বেশি খরচ করতে হচ্ছে। তারল্য সংকটের পাশাপাশি সেটির সরাসরি প্রভাব পড়েছে কলমানি রেটে।

সাধারণত, এক ব্যাংক অন্য ব্যাংক থেকে টাকা ধারের বিপরীতে যে হারে সুদ পরিশোধ করে, সেটিকে কলমানি রেট বলে।