জুমবাংলা ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ তিন শিক্ষককে বরখাস্ত করেন।
বরখাস্ত করা শিক্ষকরা হলেন রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ও সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম।
তিন শিক্ষকের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর মাঠে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি খেলাকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, শিক্ষক আবুল কালামসহ ১২ জন আহত হন।
এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপজেলা পরিষদের একটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। পরে এ ঘটনায় এক বহিরাগত শিক্ষার্থীকে চাকুসহ আটক করে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।