জুমবাংলা ডেস্ক : দুই ব্যাগ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাব।
![দুই ব্যাগ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2024/05/pabna.webp?resize=788%2C443&ssl=1)
সোমবার দিবাগত রাত ১টার দিকে মানুষের মধ্যে টাকা বিলির সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার গাড়ি তল্লাশি করে দুই ব্যাগ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মেজর মো. এহতেশামুল হক জানান, রাত ২টার দিকে তাকে পাবনা র্যাব ক্যাম্পে আনা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমানে দুই ব্যাগ টাকা গণনার কাজ চলছে। সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।