দুই ভারতীয়কে দিয়ে এক বাংলাদেশিকে নিলো বিজিবি

জুমবাংলা ডেস্ক : দুই ভারতীয়কে দিয়ে এক বাংলাদেশিকে নিলো বিজিবি। বাংলাদেশের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই ভারতীয় নাগরিক ও ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) নিজ নিজ দেশের পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের নেত্রকোনার উপঅধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলার রংরা থানাধীন ইমবোলকা গ্রামের জ্যাকাস সাংমা ও তাঁর ছোট ভাই কিন্ডো এ সাংমা বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হন। এরপর তাঁরা কারাভোগের পর সোমবার সকালে নেত্রকোনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন।

অপরদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গাঁওবাড়ী গ্রামের ফ্যাংমান সাংমাকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিএসএফ। বিজিবির ৩১ ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে তাদের স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে ৩১ ব্যাটালিয়নের বিজয়পুর কোম্পানি কমান্ডার ও বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের বাগমারা কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। গত সোমবার বেলা সাড়ে ১১টা দিকে দূর্গাপুর উপজেলার বিজয়পুর এলসি স্টেশন দিয়ে নিজ নিজ দেশের পুলিশের কাছে তিনজনকে হস্তান্তর করা হয়।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *