Advertisement
স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপটের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। তাই অনুমিতভাবেই টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটে-বলে দুই দিক থেকেই আধিপত্য বাংলাদেশীদের।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার পুরো সিরিজে নিয়েছেন পাঁচটি উইকেট।
৭.১২ ইকোনমি রেট এবং ১১.৪০ গড়ে উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেরা বোলিং ফিগার ৩২ রান খরচায় তিন উইকেট।
এক ম্যাচ খেলা লেগ স্পিনার বিপ্লব সেই ম্যাচেই পেয়েছেন তিন উইকেট। অবস্হান করছেন দুইয়ে। আল-আমিন, সাইফুউদ্দীন, আফিফের শিকার দুইটি করে উইকেট। যথাক্রমে তিন, চার ও পাঁচে অবস্থান করছেন তারা।
পুরো টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বোলাররা মিলে বাংলাদেশের চারটি উইকেট নিতে পেরেছে। এর মধ্যে ক্রিস এমপফু নিয়েছেন দুটি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।