বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচনের মনোনয়ন পত্র কিনেছেন। উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ পার্টি অফিসের কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি। এসময় সংবাদমাধ্যমে নির্বাচনে মনোনয়ন চাওয়া ও আগ্রহী হওয়ার কারণ জানান মাহি।
মাহি বলেন, জনগণের সেবা করাই হচ্ছে রাজনীতির মূলনীতি। আর বড় পরিসরে মানুষের সেবা এবং উন্নয়ন করতে হলে রাজনৈতিক দল থেকে করতে হয়। সেখান থেকে আওয়ামী লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন করার জন্য আগ্রহী হয়েছি।
নির্বাচন করার কারণ হিসেবে তিনি বলেন, মূলত নির্বাচন করার দু’টি উদ্দেশ্য আছে আমার। এক, বর্তমানে আমার নির্বাচনী এলাকা অনেক পিছিয়ে আছে। সেখান থেকে তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করা। দুই, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন এবং করছেন, সেই উন্নয়নগুলোর বিষয়ে আমার এলাকার মানুষকে জানানো।
অভিনেত্রী আরও বলেন, আমি সাধারণ মানুষের সেবা করতে চাই। তাদের জন্য ভালো কাজ করতে গেলে অনেক বাধা-বিপত্তি আসবে। আমি সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি। তিনি যেভাবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যান আমিও সাহস নিয়ে সেভাবে সামনে এগিয়ে যেতে চাই এবং কজা করতে চাই।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের উপ-নির্বাচন। সেই সঙ্গে মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। আগামী ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি। সম্প্রতি আগামী দুই বছরের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।