জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে দুদককে চ্যালেঞ্জ জানিয়েছেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ চ্যালেঞ্জ জানান সজীব ওয়াজেদ জয়।
ফেসবুক পোস্টে জয় লেখেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না। প্রকল্প থেকে কোনো অর্থও উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফ-শোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকা দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।
১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার ‘সরানো’ সম্ভবও নয় উল্লেখ করে তিনি লেখেন, আমরা লেনদেনের সঙ্গে ‘সম্পৃক্ত’ বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ।
ঘুমের ও..ষুধ খাইয়ে কু..পি..য়ে হ..ত্যা করা হয় জাহাজের ৭ জনকে : র্যাব
সজীব ওয়াজেদ জয় লেখেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।